শরতের আগমনী কবিতা  

প্রকাশ : 2021-09-29 15:52:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শরতের আগমনী কবিতা  

 

শরৎ আসে-০১ 

শরৎ আসে নদীর পাড়ে 
কাঁশের ঝাড়ে শুভ্রতায় 
শরৎ আসে চাঁদনি রাতে  
জোছনামাখা মত্ততায় । 

শরৎ আসে ধবল মেঘে  
স্নিগ্ধ ছায়ার মুগ্ধতায় 
শরৎ আসে দিন যাপনে 
সহজ সরল শুদ্ধতায়। 

শরৎ আসে অরুণ আলোয় 
হংস মিথুন বলাকায় 
শরৎ আসে মর্ত্যলোকে 
বদলে দিয়ে অলকায়।  


শরৎ আসে -০২ 

শরৎ আসে বিলে ঝিলে
শাপলা শালুক পদ্মকায়
শরৎ আসে উঠোন জুড়ে
শিউলী ফুলের গালিচায়।

শরৎ আসে ঢাকের বাদ্যে
হিন্দোলে প্রাণ মন্দিরায়
শরৎ আসে শুভ্র সূচি
মন উদাসী ছন্দিতায়।

শরৎ আসে দোলায় চেপে
দূর্গা মায়ের বন্দনায়
শরৎ আসে হেমন্তিকার
আগাম সুরের মূর্ছনায়।


শরৎ আসে-০৩ 
 
শরৎ আসে প্রাণ গভীরে
বর্ষ যাপন রম্যতায় 
শরৎ আসে নির্নিমিষে
কবির পদ্য রচনায়।

শরৎ আসে বঙ্গদেশে
শান্তি স্বস্তি সংস্থিতায়
শরৎ আসে সার্বজনীন
পর্ব সর্ব পূর্ণতায়।

শরৎ আসে চেতনলোকে
উদার হবার সুশিক্ষায়
শরৎ আসে বলেই হাসে
প্রকৃতি সুখ অভিপ্সায়।