শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : 2023-03-12 13:54:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নলবুনিয়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খাদিজা আক্তার নলবুনিয়া গ্রামের তানভীর হোসেন মিজান মেয়ে। 

স্থানীয় ইউপি সদস্য ও খাদিজার ফুফা মোঃ হারুন অর রশিদ বলেন, বাচ্চাটি সামান্য হাটতে শিখেছে মাত্র। বাড়ির উঠোনে খেলছিল, কিন্তু হঠাৎ করে সবার চোখের আড়ালেই পুকুরের পানিতে পরে যায়। পরে অনেক খোজাখুজির পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় খাজিদাকে উদ্ধার করা হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।