শপিং মল-বাস স্ট্যান্ড-স্টেশনে নামাজের জায়গা কেন সংরক্ষণ নয়
প্রকাশ : 2022-01-31 14:46:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশের সব শপিং মল, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, ও রেলওয়ে স্টেশনে নামাজের জায়গা কেন সংরক্ষণ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি জনাব মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে রুল দায়ের করেন অ্যাডভোকেট মুহাম্মদ ইলিয়াস আলি মন্ডল।
এসময় অন্য ধর্মের জন্যও প্রার্থনার স্থান কেন সংরক্ষণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে দায়ের হওয়া রুলে।
এবিষয়ে অ্যাডভোকেট মুহাম্মদ ইলিয়াস আলি মন্ডল বলেন, পাবলিক জায়গাগুতেও যেন মানুষ সময়মত শান্তিপূর্ণভাবে প্রার্থনা করতে পারে সে জন্যেই এই রুল।