শত্রুদের বার্তা দিতে ফের ক্রুজ মিসাইল উৎক্ষেপণ ছুড়ল উত্তর কোরিয়া
প্রকাশ : 2025-02-28 10:04:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

ফের ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শত্রুপক্ষকে পাল্টা আক্রমণের সক্ষমতার বার্তা দিতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। খবর আল জাজিরার।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার পীত সাগরে ক্ষেপণাস্ত্র মহড়ার সভাপতিত্ব করেছেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে।
কেসিএনএ বলেছে, যারা উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশকে গুরুতরভাবে লঙ্ঘন করছে, সংঘর্ষের পরিবেশকে উৎসাহিত ও বৃদ্ধি করছে এবং বিভিন্ন পারমাণবিক অভিযানের প্রস্তুতি দেখাতে পিয়ংইয়ং শত্রুদের সতর্ক করার জন্য এই মহড়া চালিয়েছে।
কেসিএনএ আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ১৩০ মিনিট উড়ার পর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এসব ক্ষেপণাস্ত্র মহড়ার প্রশংসা করেছেন কিম জং উন।
কিম বলেছেন, এটি উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধের একটি দায়িত্বশীল অনুশীলন। এর লক্ষ্য হলো পারমাণবিক প্রতিরোধের উপাদানগুলোর নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা ক্রমাগত পরীক্ষা করা এবং তাদের শক্তি প্রদর্শন করা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এনিয়ে উত্তর কোরিয়া এ ধরনের চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।