লৌহজং হতে টঙ্গীবাড়ি পর্যন্ত ইসলামী আন্দোলনের ‘পরিবর্তন যাত্রা’

প্রকাশ : 2025-12-05 19:54:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজং হতে টঙ্গীবাড়ি পর্যন্ত ইসলামী আন্দোলনের ‘পরিবর্তন যাত্রা’

মুন্সীগঞ্জ–২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত  হয়েছে বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন ‘পরিবর্তন যাত্রা’। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কালিরখিল মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। পরে এটি লৌহজং কলেজ সড়ক, বালিগাঁও বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারে গিয়ে শেষ হয়। হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবর্তন যাত্রায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মোটরসাইকেল, মাইক্রোবাস ও  ট্রাক বহর নিয়ে আয়োজিত এই শোডাউনটি এলাকায় বেশ নজর কাড়ে।

মাওয়া প্রান্তে কে এম বিল্লাল‌ হোসেন প্রধান অতিথি হিসেবে বহরে যোগ দেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতার চর্চা জোরদার করাই আমাদের লক্ষ্য। ইসলামের মানবকল্যাণমূলক আদর্শের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার প্রয়াস থেকেই আমাদের এই ‘পরিবর্তন যাত্রা’। জনগণকে সঙ্গে নিয়েই আমরা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখছি।”

এই যাত্রার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার সাধারণ মানুষের কাছে নিজেদের রাজনৈতিক ও সামাজিক দর্শন তুলে ধরতে চান। একই সঙ্গে জনমত গঠনে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।