লৌহজং সরকারি কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ : 2022-12-31 15:42:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের সরকারি লৌহজং কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সরকারি লৌহজং কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি।
অ্যাসোসিয়েশন আহবায়ক জাকির হোসেন ব্যাপারীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার প্রমুখ।
কলেজের বর্তমান প্রিন্সিপাল মোজ্জামেল হক, প্রাক্তন প্রিন্সিপাল মো. আবদুল হাকিম ঢালী, সাবেক অধ্যাপক রেজাউল করিমসহ অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।