লৌহজং প্রেসক্লাবের কমিটি গঠন
প্রকাশ : 2022-08-19 19:45:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজং প্রেসক্লাবের ২০২২-২০২৪ সালের ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে । শুক্রবার উপজেলার ঘোড়দৌড় বাজারের দৌলত খান কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠন করা হয়। এতে মিজানুর রহমান ঝিলু (সমকাল) সভাপতি ও মো. শওকত হোসেন (ইনকিলাব) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মুন্সীগঞ্জের খবর),সহ সাধারণ সম্পাদক মো. রমজান হোসাইন খাঁন রকি (দৈনিক আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু (দৈনিক রুপবানী ও দৈনিক মুন্সীগঞ্জের খবর), কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন বাবু (দৈনিক ডেসটিনি), দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম সাঈম (দৈনিক নয়া শতাব্দী), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান নবীন (দৈনিক আমার বার্তা), কার্যকরী সদস্য মো. মানিক মিয়া, (দৈনিক দেশ রূপান্তর), আ.স.ম.আবু তালেব (দৈনিক বাংলাদেশ সমাচার), মো. ওয়াসিম ফারুক (দৈনিক নয়া দিগন্ত), পিংকি রহমান (দৈনিক স্বাধীন বাংলা), ফাহিম হোসেন মুন্না (দেশের কথা), মো. জাহিদ হোসেন (সাপ্তাহিক আমার গৌরব),এস.এম. ওয়াসিম আহমেদ (দৈনিক সভ্যতার আলো)।