লৌহজং কৈলাসধামে শ্রীশ্রী শ্যামা পূজার ১৬ তম বাষির্কী পূজার্চনা
প্রকাশ : 2022-10-21 19:23:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মহাশশ্মান ঘাট তরুণ সমাজ উদ্যোগে স্বর্গীয় নিবরারণ চন্দ্র ভট্টাচার্য কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে কৈলাসধাম প্রাঙ্গণে শ্রীশ্রী শ্যামা মায়ের চারদিন ব্যাপি পূজার্চনা অনুষ্ঠিতব্য হবে। ২৩ অক্টোবর হতে ভাগবত পাঠ দিয়ে শুরু হবে। লৌহজং কেন্দ্রীয় স্বর্গীয় নিবারন চন্দ্র মহাশ্মশান কমিটি শ্যামা পূজাকে স্বার্থক করার আহ্বান জানিয়েছেন। লৌহজং উপজেলা পূজা উদযাপন পরিষদ, লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, মহাশ্মশান ঘাট তরুন সমাজ সকলকে শ্যমাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।