লৌহজং উপজেলা প্রশাসনের সিএর মৃত্যু

প্রকাশ : 2024-01-16 15:15:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজং উপজেলা প্রশাসনের সিএর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সিএ) ফরিদ আহমেদ ভূঁইয়া (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০ টা ৪৫ মিনিটে মারা যান। ফরিদ আহমেদ এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে বাসযোগে লৌহজংয়ে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে উপজেলার ঘোড়দৌড় কাঠপট্টি এলাকায় বাসে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তিনি পাশের যাত্রীকে ফোন নম্বর দিয়ে তার অফিসে কল দিতে বলেন। এরপর উপজেলা প্রশাসনের লোকজন গাড়ি নিয়ে ফরিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়। ফরিদ আহমেদের পৈত্রিক বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিন বছরের অধিক সময় তিনি লৌহজংয়ে কর্মরত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার বিকেলেই কুমিল্লায় গ্রামের বাড়িতে ফরিদ আহমেদের লাশ নিয়ে গিয়ে দাফন করা হয়েছে।

ফরিদ আহমেদ ভূইয়ার  অকাল  মৃত্যতে লৌহজং প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা নির্বাহি কর্মর্কতা  মোঃ জাকির হোসেন গভীর শোক প্রকাশ করেন। এছাড়া তার সহকর্মী, কর্মর্কতা ও কর্মচারীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। সদালাপী ও নিষ্ঠাবান ব্যক্তি হিসাবে উপজেলার জনগনের সাধে তার একটা নিবীড় সম্পর্ক ছিলো।

 

সান