লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ : 2024-06-28 21:38:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী ২০ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগ শুক্রবার বিকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি কর্মসূচির উদ্বোধন করেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান সাজু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যুবলীগের সহসম্পাদক রাসেল আলম রাজু।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোড়ল, আবুল কালাম আজাদ, নুরনবী মোস্তাক, শেখ শাহিন, যুবলীগ নেতা হুমায়ুন কবির খোকা মৃধা, শফিকুল ইসলাম মাদবর, আবু নাসের রতন, সালাউদ্দিন মাদবর, শামিম মোড়ল, টয়েস বেপারিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।