লৌহজং উপজেলার প্রশাসনের উদ্যোগে গাছ রোপন কর্মসূচি -২০২২ উদ্বোধন
প্রকাশ : 2022-08-12 20:07:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার প্রশাসন এর উদ্যোগে আজ শুক্রবার ১২আগস্ট সকাল ১১ঘটিকায় উপজেলা গাঁওদিয়া ইউনিয়ন পূর্বপালগাঁও থেকে কালুগাঁও নতুন রাস্তার উভয় পাশে ফলজ গাছ রোপন শুভ উদ্বোধন করা হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল আউয়াল উপস্থিত হয়ে জলফাই গাছের চারা রোপনের মাধ্যমে উদ্বোধন করেন। চারা রোপন কর্মসূচি -২০২২ সাল ঘোষণা করেন।এসময় তিনি জানান,আমরা দুইহাজার গাছের চারা রোপন করবো।তবে সব গুলো ফলজ গাছের চারা।তিনি আরো বলেন অনেক মানুষ ফলজ গাছ থেকে ফল খেতে পারবে। রাস্তা পাশের এই গাছ গুলো থেকে মানুষের বিভিন্ন ভাবে উপকৃত হবে। এ সময় উপজেলা প্রশাসনের গাছ রোপনের কর্মসূচি সার্বিক সহযোগিতা করেন লৌহজং মডেল পাইলট উচচ বিদ্যালয়ের ভোকেশনাল প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা মো.নুরুল ইসলাম সিয়াম,উপদেষ্টা মো.সোলায়মান হোসেন সুমন, সভাপতি মো.রিপন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মল্লিক, সাংগঠনিক সম্পাদক রনি ভট্র্যাচার্য, সমাজ সেবা সম্পাদক আল আমিন তালুকদার, মহিলা সম্পাদিকা সাহারা খানম ডির্জাস।আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার, গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড সাধারণ সদস্য মো.বাদল ফকির, মোস্তাফিজুর রহমান বাবুল সহ স্থানীয় গন্যমান্য ব্যাকিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন।এছাড়া লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল প্রাক্তন ছাত্র সংসদ ২০১৭ সাল প্রতিষ্ঠা কাল থেকে সংগঠনটির সকল সদস্য মিলে সমাজিক সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সেচ্ছায় অংশগ্রহণ করেন।মানুষের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করে আসছে।