লৌহজংয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা

প্রকাশ : 2022-03-09 20:22:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে  ভোজ্য তেল গোডাউন জাত ও ধার্য্যকৃত মুল্যের চেয়ে বেশি মুল্যে বিক্রি করায় এবং বোতল জাত থেকে লুজ হিসেবে খোলা বাজারে বিক্রি করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান কে মোট এক লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লৌহজং  উপজেলার ঘোরদৌড় বাজারের গৌতন স্টোর কে  এক লক্ষ টাকা, নওপাড়া বাজারের জোবায়ের স্টোর কে ১৫ হাজার টাকা এবং দত্ত স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪০ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান কে জরিমানা করেন। এ সময় গৌতম স্টোরের পাশেই তার নিজস্ব ভবনে গোডাউনে অভিযান চালিয়ে  ভোজ্য তেলের বহু খোলা বোতল উদ্বার করে। গোডাউনে সরেজমিনে গিয়ে দেখা যায়,  প্রায় অর্ধকোটি টাকার ভোজ্য তেল সংরক্ষন ও গোদাম জাত  করে রাখা হয়েছে।