লৌহজংয়ে ১০০ কৃষককে উপকরণ বিতরণ   

প্রকাশ : 2025-03-19 17:46:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে ১০০ কৃষককে উপকরণ বিতরণ     

লৌহজংয়ে ১০০ কৃষক-কিষাণির প্রত্যেককে প্রণোদনা হিসেবে বিনামূল্যে এক কেজি তিলের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব উপকরণ বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছারউদ্দিন উপজেলা চত্বরে কৃষক-কিষাণিদের হাতে প্রণোদনা তুলে দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা জানান, ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য প্রতি কৃষককে উপরোক্ত কৃষি উপকরণ দেওয়া হয়েছে।