লৌহজংয়ে সড়ক দুঘটনায় শিশু নিহত

প্রকাশ : 2022-04-26 19:43:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে সড়ক দুঘটনায় শিশু নিহত

মঙ্গলবার লৌহজংয়ের কলমা গ্রামে বালিগাওঁ-কলমা সড়কে অটোর নিচে চাপা পরে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসি সুএে জানাযায়, মঙ্গলবার সকালে কলমা রোডের নওপাড়া এলাকায় বাড়ির পাশে রাস্তায় খেলতে গিয়ে শিশু হাফসা মনি সাড়ে (৩) চলন্ত অটোর নিচে পড়লে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। হাফসা মনি কলমা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। এই বিষয়ে লৌহজং থানায় একটি মামলা হয়েছে।