লৌহজংয়ে সংবাদ সংগ্রহের সময় ৩ সাংবা‌দি‌কের ওপর হামলা

প্রকাশ : 2023-10-30 12:23:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে সংবাদ সংগ্রহের সময় ৩ সাংবা‌দি‌কের ওপর হামলা


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূর্ব বুরদিয়া বাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। রবিবার  (২৯ নভেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার শিকার তিন সাংবাদিক হলেন- দৈনিক সংবাদ সারাদেশ পত্রিকার বিশেষ প্রতিবেদক মো. রাসেল সরকার, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোটার মো. মতিউর রহমান রিয়াদ ও সাপ্তাহিক বাংলার সাথী পত্রিকার রিপোর্টার আঃ কাইয়ুম। 

এ ঘটনায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জন হামলাকারীর বিরুদ্ধে  সাংবাদিক রাসেল সরকার বাদী হয়ে  লৌহজং থানায় লিখিত অভিযোগ করেন। আসামীরা হলেন, স্বপন হাওলাদার (৪৮) পিতা- মৃত ওমর হাওলাদার, শাওন (৩৫) পিতা- মিশন মৃধা, রাজিব (৩৫), সাগর (৪০) উভয় পিতা- মৃত খালেক হাওলাদার, সর্ব সাং- পূর্ব বুরদিয়া পশ্চিম পাড়া ০৫নং ওয়ার্ড, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ।

অভিযোগ সূত্রে ও বাদী সাংবাদিক রাসেল সরকার জানান, রবিবার (২৯ অক্টোবর) অনুমান সকাল সাড়ে ১১টার সময় পেশাগত কাজে লৌহজং থানাধীন মালির অংক বাজার হইতে সহকর্মী  মতিউর রহমান রিয়াদ মুন্সীগঞ্জ সদরে যাওয়ার পথে কলকাতা ভোগদিয়া পৌঁছাইলে মতিউর রহমার রিয়াদের মোবাইল ফোনে সহকর্মী আঃ কাইয়ুম ফোন করে জানায়- তাকে লৌহজং থানাধীন পূর্ব বুরদিয়া বাজারের ৩য় তলা ভবনের নীচ তলায় ১০/১২ জন অজ্ঞাতনামা লোকজন আটক করে রেখেছে। উক্ত সংবাদ পেয়ে সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দেখি সহকর্মী আঃ কাইয়ুমকে পূর্ব বুরদিয়া বাজার সংলগ্ন তিনদ তলা ভবনের নীচতলায় মারপিট করে আটকে রাখে। সহকর্মী 
কাইয়ুমকে আটক করার কারন জানতে চাওয়ার সাথে সাথেই উপরোক্ত বিবাদীগনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদীগন ক্ষিপ্ত হয়ে মারপিট করে সাংবাদিক রিয়াদের পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং বাদীর সাথে থাকা একটি OPPO-A17K মোবাইল ফোন মডেল নং- CPH2471 3, একটি কেনন ক্যামেরা ভেঙ্গে অনুমান ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং সংবাদকর্মীদের খুন জখমের হুমকি প্রদান করে। 

 ঘটনার বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেনের সাথে কথা বললে তিনি জানান। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ সূত্রে ও বাদী সাংবাদিক রাসেল সরকার জানান, রবিবার (২৯ অক্টোবর) অনুমান সকাল সাড়ে ১১টার সময় পেশাগত কাজে লৌহজং থানাধীন মালির অংক বাজার হইতে সহকর্মী  মতিউর রহমান রিয়াদ মুন্সীগঞ্জ সদরে যাওয়ার পথে কলকাতা ভোগদিয়া পৌঁছাইলে মতিউর রহমার রিয়াদের মোবাইল ফোনে সহকর্মী আঃ কাইয়ুম ফোন করে  জানায় তাকে লৌহজং থানাধীন পূর্ব বুরদিয়া বাজারের ৩য় তলা ভবনের নীচ তলায় ১০/১২ জন অজ্ঞাতনামা লোকজন আটক করে রেখেছে। উক্ত সংবাদ পেয়ে সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দেখি সহকর্মী আঃ কাইয়ুমকে পূর্ব বুরদিয়া বাজার সংলগ্ন তিনদ তলা ভবনের নীচতলায় মারপিট করে আটকে রাখে। সহকর্মী 
কাইয়ুমকে আটক করার কারন জানতে চাওয়ার সাথে সাথেই উপরোক্ত বিবাদীগনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদীগন ক্ষিপ্ত হয়ে  মারপিট করিয়া সাংবাদিক রিয়াদের পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং বাদীর সাথে থাকা একটি OPPO-A17K মোবাইল ফোন মডেল নং- CPH2471 3, একটি কেনন ক্যামেরা ভেঙ্গে অনুমান ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং সংবাদকর্মীদের খুন জখমের হুমকি প্রদান করে। 

 ঘটনার বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেনের সাথে কথা বললে তিনি জানান। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কা/আ