লৌহজংয়ে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির সূচনা
প্রকাশ : 2022-08-01 10:46:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শোকাবহ আগস্ট উপলক্ষে লৌহজং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির সূচনা করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঘোড়দৌড় বাজারে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নূরনবী মোস্তাক, কনকসার ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাদবর, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রইস আহমেদ রঞ্জু, তুহিন বেপারী, নিজামউদ্দিন জুয়েল, লৌহজং- তেউটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রনজু মোল্লা, সাধারণ সম্পাদক দিদার হাসান মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।