লৌহজংয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : 2022-02-20 19:09:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিক্রমপুর প্লাস্টিকের চেয়ারম্যান হাজী মো. সোহরাব হোসেনের সার্বিক সহযোগিতায় লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়নের সোহরাব ভিলায় এক হাজার দুস্থ্য পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে রোববার বিকেলে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মো. রফিকুল ইসলাম ঢালী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. মেহেদি হাসান, মো. জাকির হোসেন বেপারী, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, মো. মামুন বেপারী, মো. ফারুক মাদবর, মো. ফিরোজ আহাম্মেদ, মো. শফিকুল ইসলাম মাদবর, মো. সালাউদ্দিন মাদবর প্রমুখ।