লৌহজংয়ে শীতার্তদের মাঝে এ্যাবা গ্রুপের কম্বল বিতরণ

প্রকাশ : 2024-01-24 15:58:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে শীতার্তদের মাঝে এ্যাবা গ্রুপের কম্বল বিতরণ

মুন্সিগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের সহস্রাধিক শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) এ্যাবা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট শিল্পপতি জিল্লুর রহমান রিপন মৃধা এই কম্বল বিতরণের আয়োজন করেন।

এর আগে গতকাল তাদের নিজ গ্রাম সাতঘড়িয়ার দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে এ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রোমেল শেখ, সাতঘড়িয়া স্পুটনিক এসোসিয়েশনের সভাপতি শামীম ফরাজি, সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল, ক্রীড়া সম্পাদক জসীম মোল্লা পল্টু। 

আজ ইউনিয়নের শিমুলিয়া, কার্পাসা, মৌছা, মৌছা মান্দ্রা গ্রামে কম্বল বিতরণ করা হবে।

উল্লেখ্য, প্রতিবছর এ্যাবা গ্রুপ লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নে হাজার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল, শীতবস্ত্র বিতরণ করে থাকে। 

সান