লৌহজংয়ে শীতার্তদের মাঝে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ 

প্রকাশ : 2025-12-23 17:05:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে শীতার্তদের মাঝে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ 

মুন্সীগঞ্জের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি লৌহজং শাখার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঘোড়দৌড় বাজারে ব্যাংকের শাখা কার্যালয়ে ব্যবস্থাপক জাকিউল্লাহ্‌ সিদ্দিকীর তত্ত্বাবধানে পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাকিউল্লাহ্‌ সিদ্দিকী জানান, লৌহজংয়ে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের শাখা খোলার পর থেকে এবার সপ্তমবারের মতো দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হলো। এ ছাড়া এ শাখা থেকে কম্বল বিতরণ ছাড়াও প্রতিবছর বর্ষা মৌসুমে স্থানীয় জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।