লৌহজংয়ে লাইসেন্স ও ফিটনেস বিহীন বেসরকারী ৫টি ক্লিনিক বন্ধ ঘোষনা
প্রকাশ : 2022-05-28 20:01:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে লাইসেন্স ও ফিটনেস বিহীন বেসরকারী ক্লিনিক ও ডায়গোনাস্টিক সেন্টার বন্ধ করতে লৌহজংয়ে এক অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকালে লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা ১০ টি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এর মধ্যে ৫টি ক্লিনিককে লাইসেন্স ও ফিটনেস না থাকায় এসব ক্লিনিক বন্ধ করে দেয়া হয়।
এর মধ্যে উপজেলার মালির অংক বাজারের ফাইভ স্টার ক্লিনিক, পদ্মা ক্লিনিক, ঘৌড়দৌড় বাজারের আফরোজা ক্লিনিক, সন্ধানী ক্লিনিক ও চন্দ্রের বাড়ি বাজারের লাইফ এইড ক্লিনিক। এসব ক্লিনিক গুলোর ফিটনেস ও লাইসেন্স ঠিক না থাকায় এসব ক্লিনিক বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইলিয়াছ শিকদার, সেনেটারী ইনিসপেক্টর মো. নাজমুল হাসান, এমসিইপিআই কর্মকর্তা এস এম মিজানুর রহমান প্রমুখ।