লৌহজংয়ে রোটারী ক্লাবের ভ্রাম্যমাণ চক্ষু হাসপাতাল ‘ময়না’ বিনা মূল্যে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী  

প্রকাশ : 2021-11-19 18:22:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে রোটারী ক্লাবের ভ্রাম্যমাণ চক্ষু হাসপাতাল ‘ময়না’ বিনা মূল্যে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী  

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর হলদিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী চক্ষু শিবির বাছাই করা রোগীদের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। রোটারী ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে ভ্রাম্যমাণ চক্ষু হাসপাতাল ‘ময়না’য়  ৪৫ জন রোগীর চোখের ছানি অপসারণ করা হয়। এছাড়া চোখ, দাঁতসহ বিভিন্ন সমস্যার চিকিৎসা ও ওষুধ দেয়া হয় আরও সহস্রাধিক রোগীকে।

শুক্রবার ছিল তিন দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা কার্যক্রমের সমাপনী। উপজেলার উত্তর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা দরিদ্র মানুষদের বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ও লেন্সসহ ছানি অপারেশন, দাঁত ও মেডিসিন রোগীদের চিকিৎসা দেন। এরমধ্যে চক্ষুরোগী ৫৬৮ জন, দাঁতের রোগী ৩৪০ জন ও মেডিসিনের রোগী ২১০ জন। আর ভ্রাম্যমাণ গাড়িতে স্থাপিত চক্ষু হাসপাতালে ৪৫ জনের লেন্সসহ ছানি অপারেশন করা হয়। দাঁতের চিকিৎসা নিতে আসা প্রত্যেককে একটি করে টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়। 


          
সমাপনী দিন উপলক্ষে শুক্রবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিএম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রোটারী ইন্টারন্যাশনাল ক্লাবের জেলা গভর্নর রুবাইয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব নান্নু বেপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএম শোয়েব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শামসুল হক বেপারী, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, নান্নু গ্রুপের পরিচালক জাহাঙ্গীর আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম খান, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মনির হোসেন মোড়ল, বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও সভাটি পরিচালনা করেন রোটারী ক্লাবের সাবেক গভর্নর রাসেল ব্যাপারী। 


          
চিকিৎসা কার্যক্রম ছাড়াও বিদ্যালয়ের ৩৭৫ জন শিক্ষার্থীর মাঝে নতুন বছরের জন্য ছিল শিক্ষা উপকরণসহ স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়। 
          
এ চিকিৎসা কার্যক্রমে সহযোগী অংশীদার ছিলেন বেক্সি ফেব্রিক্স, ইউনিমেক্স টেক্সটাইল মিলস লিমিটেড, আলহাজ্ব নান্নু বেপারী ফাউন্ডেশন, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ভ্রাম্যমাণ চক্ষু হাসপাতাল ‘ময়না’ ও বেপারী প্রপার্টিজ।