লৌহজংয়ে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

প্রকাশ : 2021-10-01 10:27:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

লৌহজং উপজেলার  রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে হলদিয়া  ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে  ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা প্রতিবাদ্য বিষয়ে এক আলোচনা সভা হলদিয়া ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শিকদার, মুকুল মিত্র, সালমা পারভেজ, বেজগাঁও ইউনিয়ন প্রবীন সমিতির সভাপতি নুরুল ইসলাম মৃধা। রিকের প্রবীন কল্যান কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার  আবু  হানিফের সঞ্চালনায়  শ্রেষ্ঠ প্রবীন সম্মাননা পদক,  ও  প্রবীন সদস্যদের সন্তানদের কৃতিত্ব বিবেচনায়  শ্রেষ্ঠ সন্তান পদক  প্রদান করা হয়। উভয় বিভাগে মোট এগারো জনকে সম্মাননা প্রদান করা হয়।  পদক প্রাপ্ত প্রবীন গন হলেন যথাক্রমে আবদুল ওয়াদুদ খান, হাজী মোহাম্মদ নুরুল ইসলাম মৃধা,  মোঃ আজাহার হোসেন ঢালী, আবদুল হক মোল্লা, মোঃ জামালউদ্দিন  শেখ, হাজী নাজিমুদ্দিন, মোঃ গোলাম মওলা, ও শেখ কুতুবউদ্দিন।  শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অলক কুমার মিত্র,  ফারজানা আক্তার  ও রাবেয়া পারভেজ।  সভাপতি আঃ ওয়াদুদ খান প্রবীন দিবসে সকল প্রবীনদের সুস্থ জীবন কামনা করে সভা শেষ করেন।