লৌহজংয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
প্রকাশ : 2022-07-20 12:47:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদুৎ আলম মোড়লের বিরুদ্ধে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করায় মানববন্ধন করেছে কনকসার ইউনিয়ন পরিষদের জনগন।
মঙ্গলবার সকাল ১১ টায় লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।এ সময়ে বক্তব্য রাখেন শামীম শেখ,বাইজিদ হোসাইন, মজিবুর ব্যাপারী,আবুল কালাম সজল,মেম্বার মাসুদ ব্যাপারী, মেম্বার সালাউদ্দীন গাজী,সোহেল ফকিরসহ আরো অনেকেই।
বক্তারা এ সময়ে মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদুৎ আলম মোড়ল এক সংবাদ সম্মেলন করে এ মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন।