লৌহজংয়ে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
প্রকাশ : 2021-08-09 16:40:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক ঔষধ ফার্মেসির ভূল চিকিৎসায় আরিফা নামের ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। গতকাল রোববার সন্ধার দিকে উপজেলার গোয়ালিমান্দ্রা বাজারে জননী ফার্মেসি নামের একটি ঔষধের দোকানে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির মা মাহমুদা বেগম জানান বেশ কয়েকদিন ধরে ওই শিশুটি ঠান্ডা ও নিয়মনিয়া জনিত সমস্যায় ভুগছিলো। তবে কোন রকম পরীক্ষা ছাড়াই শিশুটিকে,অক্সিজেন এর মাধ্যমে গ্যাস দেয়া হয় ওই ফার্মেসিটিতে এর পরে শিশুটি আরো অসুস্থ হয়ে পরে। পরে শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত শিশু আরিফা লৌহজংয়ের উপজেলার, মৌছামান্দ্রা গ্রামের আলিফ মিয়ার মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি,তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ওই ফার্মেসির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।