লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ
প্রকাশ : 2023-01-15 12:33:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে ১৮ তম বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন অনুষ্ঠান হয়েছে। উপজেলার কুমারভোগ ইউনিয়নে সংগঠনটির খেলার মাঠ প্রাঙ্গণে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। খড়িয়া মুক্তি সংঘের সভাপতি ফেরদৌস আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম হাফিজ আল আসাদ বারেক, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, সহ-সভাপতি নূর মোহাম্মদ খান, বিশিষ্ট সমাজ সেবক নাছিমূল গণি, গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি শামীম ফরাজি, লৌহজং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, নাসির বেপারী, সুলতান মোল্লা, জুন্নু শেখ, আবুল বাশার খান, আনোয়ার হোসেন জনি, আলতাব মোল্লা প্রমুখ। চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ১৫ জনের একটি চক্ষু বিশেষজ্ঞ দল চিকিৎসা প্রদান করেন। দিনব্যাপী চিকিৎসায় সহস্রাধিক রোগীর মধ্যে ১২০ জনের চোখে লেন্স সংযোজন করা হয়।