লৌহজংয়ে বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত
প্রকাশ : 2025-11-09 12:56:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টায় কনকসার বাজার থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়। উৎসব উদযাপন অনুষ্ঠান উদ্বোধন শেষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা, সম্মাননা প্রদান, দুপুরে মধ্যাহ্ন ভোজ, স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও অনেক রাত পর্যন্ত চলে বিদ্যালয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে সঞ্চালনা করেন ও বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মুনীর মোরশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, এসিল্যান্ড বাসিত সাত্তার, বিদ্যালয়ের প্রাক্তন সমিতির সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ কনক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুবেল ঢালী ও প্রধান শিক্ষক মো. হোসেন খসরু।
অনুষ্ঠানস্থলটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা বহুদিন পরে নিজ সহপাঠীকে কাছে পেয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। আবেগে জড়িয়ে ধরেন একে অপরকে। বয়সের ভারে ইতোমধ্যেই অনেকে কাবু হয়েছেন। কিন্তু এই পুনর্মিলন অনুষ্ঠান তাদের যেন ১৬ বছরের যুবক বানিয়ে দিয়েছিল। খুঁজে পেয়েছেন তারা বিদ্যালয়ের সেই পুরোনো স্মৃতি। নিজ সহপাঠীর সঙ্গে অনেক পুরোনো স্মৃতি নিয়ে আলাপচারিতায় মেতে ওঠেন তারা। অনেকে আবার সহপাঠীর সঙ্গে স্কুল জীবনের প্রেম নিয়ে একটু একটু প্রেমের স্মৃতি স্মরণ করে আলাপচারিতার মত্ত হন।
অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিক, লেখক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নূহ-উল আলম লেনিন স্মৃতিচারণ করেন ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চালকলাদার বক্তব্য রাখেন।
কা/আ