লৌহজংয়ে বিজিএপিএমইএ'র উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ
প্রকাশ : 2022-08-18 20:20:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পাঁচ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস্ এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) অর্থায়নে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার শিমুলিয়া গ্রামে এ বস্ত্র বিতরণ করা হয়।
আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ও গবেষণা কেন্দ্র অবারিত বাংলার উদ্যোগে ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএপিএমইএ'র সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি। এ সময় অবারিত বাংলার নির্বাহী পরিচালক ও বিজিএপিএমইএ'র পরিচালক খান নজরুল ইসলাম হান্নানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হালিমের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম মোস্তফা সেলিম, সহসভাপতি মনির হোসেন, সহসভাপতি আলমগীর হোসেন, পরিচালক সুলতানুল ইসলাম তারেক, সাবেক পরিচালক আবদুস সাত্তার, সাবেক পরিচালক আবু কাওসার ভূইয়া প্রমুখ।