লৌহজংয়ে বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক তিন

প্রকাশ : 2022-12-02 11:37:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক তিন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির ৫০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এ ছাড়া তিন যুবদল নেতাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন কুমারভোগ ইউনিয়ন যুবদলের সভাপতি লাভলু, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হাসান অপু, গাওদিয়া ইউনিয়ন যুবদল নেতা ইলিয়াস হোসেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বেজগাঁও কবরস্থান মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ নেতাকর্মীর নামে মামলা করা হয়। মামলার বাদী হয়েছেন বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ।
     
স্থানীয়রা জানান, বেজগাঁও কবরস্থানের সামনে রাতে হঠাৎ মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া যায়। এরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওইখানে কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সেটি পরিষ্কার নয়। উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার বলেন, সবই পুলিশের সাজানো নাটক। 
     
লৌহজং থানার ওসি মো.আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, বেজগাঁও এলাকায় আওয়ামী লীগের লোকজন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। পাশের মাঠেই বিএনপির লোকজন সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় আওয়ামী লীগের লোকজন সামনে এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় থানায় বিস্ফোরক, হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মামলা হয়েছে।