লৌহজংয়ে বিএনপির ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

প্রকাশ : 2022-05-06 21:48:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে বিএনপির ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুর্নমিলনী, আলোচনা সভা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয় শুক্রবার বিকেলে। মিছিলটি মাওয়া কালিরখিল মাঠ থেকে বের হয়ে মাওয়া বাজার বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেএীত্ব দেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবে সাধারন সম্পাদক আব্দুস সালাম মোল্লা। 

মিছিল শেষে  মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের সামনে  সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আজিজুল জুয়েলের সভাপতিত্বে ও মামুনুুর রশিদ মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য ও জেলা যুব দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম মোল্লা। বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আয়শা আলম নার্গিস, জেলা যুব দলের সাবেক প্রচার সম্পাদক মো. আল আমিন খান, জেলা যুব দলের সাবেক সহ সভাপতি আব্দুর রহমান দপ্তরী, মো. মাসুদ মোল্লা, ওমর ফারুক রাসেল, রানা হোসেন রনি, মো. শীতর ইসলাম সুমন প্রমুখ।