লৌহজংয়ে বঙ্গমাতার জন্মদিনে নানা কর্মসূচি
প্রকাশ : 2023-08-08 20:54:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা- প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল আউয়াল। মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম।
আলোচনা সভা শেষে মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত ৭ নারীর মাঝে সেলাই মেশিন ও ফ্যাশন ডিজাইন ও বিউটিফিকেশনের উপর প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন নারীকে সনদ বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদারের ব্যক্তিগত অর্থায়নে হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্পের ৪টি গ্রুপকে ৪টি সেলাই মেশিন, উপজেলা প্রশাসন থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৩০ জন নারীকে সেলাই মেশিন এবং সমাজসেবা অধিদপ্তর থেকে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ৮ ব্যক্তিকে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।