লৌহজংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন

প্রকাশ : 2022-11-15 18:41:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন

"দুর্ঘটনা-দুযোর্গ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, নারী ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমান্ডার আব্দুল মতিন, লৌহজং থানার সাব ইন্সপেক্টর (এসআই) শফিকুল ইসলাম।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. মনির কাউসারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া প্রমুখ।

আলোচনা সভার আগে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয়। সে সাথে অগ্নি প্রদর্শনী মহড়া দিয়ে স্থানীয়দের সচেতন করা হয়।