লৌহজংয়ে প্রধান শিক্ষককে বখাটের মারধর 

প্রকাশ : 2024-05-16 18:07:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে প্রধান শিক্ষককে বখাটের মারধর 

লৌহজং উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুল চলাকালে প্রকাশ্যে মারধর করেছে স্থানীয় বখাটে আসাদ খান (৪০)। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে প্রধান শিক্ষক মো. জহিরুল হককে মারধর করা হয়। স্থানীয়রা জানায়, এদিন সকালে প্রতিবেশী যুবক আসাদ খান হঠাৎ প্রধান শিক্ষকের অফিসে ঢুকে তাঁকে তুই-তোকারি করে বলে, তুই অনেক বেড়ে গেছিস। এরপর প্রধান শিক্ষককে ঘুসি দেয় এবং পাঞ্জাবি ছিড়ে ফেলে বখাটে আসাদ। এ সময় সহকারী শিক্ষকরা এগিয়ে এলে আসাদ পালিয়ে যায়। আসাদ নওপাড়া গ্রামের মৃত কেরামত খানের ছেলে। সে কয়েক বছর আগে দক্ষিণ কোরিয়া থেকে এসেছে। বর্তমানে বেকার আসাদ এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসাদ প্রধান শিক্ষকের ছেলের স্ত্রীর ফুপাতো ভাই। সম্পর্কে পুত্রা হওয়ায় থানায় কোনো অভিযোগ করেননি প্রধান শিক্ষক জহিরুল হক। তিনি জানান, করোনার আগে আসাদ স্কুল বন্ধ থাকা অবস্থায় বিদ্যালয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিতো। পরে স্কুলে আড্ডা বন্ধ করে দিলে এ নিয়ে ক্ষিপ্ত হয়। প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ শিকদারকে বিষয়টি জানিয়েছেন। নির্বাচনের পর বিষয়টির সমাধান করবেন বলে প্রধান শিক্ষককে সভাপতি রশিদ শিকদার আশ্বস্ত করেছেন। তবে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় এলাকার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।