লৌহজংয়ে পয়শা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী

প্রকাশ : 2025-12-26 18:09:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে পয়শা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী

বৃহস্পতিবার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩০ বছর পর প্রিয় শিক্ষাঙ্গনে একত্রিত হয়ে স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আনন্দ উৎসবে মেতে ওঠেন ব্যাচের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ছাড়াও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ। 

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন।অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য, শিক্ষকদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।৯৫ ব্যাচের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন শিমুল সারেংয়ের সভাপতিত্বে ও সদস্য মো. মজনু মির্জার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমদাদ খানের পুত্র মো. মাসুদ খান, প্রতিষ্ঠাতা ইউনুস খান মাইজভান্ডারীর পুত্র আব্দুর রহিম শেখ, প্রতিষ্ঠাতা আব্দুল কাদের শেখের ছেলে আসাদুজ্জামান সুমন, প্রতিষ্ঠাতা আব্দুস ছামাদ মোল্লার পুত্র মো. সোলায়মান মোল্লা। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার খান, মো. মিল্টন হাওলাদার, মো. কুরবান আলী, ইয়াসমিন আক্তার, বিনা আক্তার, তাহামিন আক্তার দীপা, মাহমুদা আক্তার চম্পা, শাহানা আক্তার নার্গিস, মো. মাহিম হোসেন খান প্রমুখ।