লৌহজংয়ে পদ্মায় বালুদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযান

প্রকাশ : 2023-01-22 16:42:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে পদ্মায় বালুদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযান

প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে পদ্মা নদী থেকে ক্রমাগত বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চালিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার সন্ধ্যা সাতটা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ট্রলার নিয়ে বাল্কহেড ও খননযন্ত্রবাহী নৌযান তাড়িয়ে দেওয়া হয়েছে। কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার খানের নেতৃত্বে একদল গ্রামবাসী এ অভিযানে অংশ নেয়। 
 
অভিযানে অংশ নেওয়া শিক্ষক গোপাল চন্দ্র পাল বলেন, বালুদস্যুরা প্রতি রাতে পদ্মা নদী থেকে খননযন্ত্র বসিয়ে বাল্কহেড দিয়ে বালু কেটে নিয়ে যাচ্ছে। এতে নদীর তলদেশ গভীর হয়ে তীরের ফসলি জমি ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় সাংবাদিক কাজী আরিফ জানান, ক্রমাগত বালু উত্তোলনের ফলে শিমুলিয়া বাজারের কাছে জেগে ওঠা চর নদী ভাঙনের মুখে রয়েছে। এ চরের অনেক জমিতে ফসল রোপণ করা হয়েছে। তাই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বালুদস্যুদের প্রতিরোধে নদীতে অভিযানে নেমেছে। 

অভিযানে নেতৃত্ব দানকারী আবুল বাসার খান বলেন, গত তিন দশকে লৌহজংয়ের এক-তৃতীয়াংশ পদ্মাগর্ভে বিলীন হয়েছে। এখন জেগে ওঠা চর নিয়ে মানুষ স্বপ্ন দেখছে। অনেক জমিতে বিভিন্ন ফসল বোনা হয়েছে।  দুর্বৃত্তরা অবাধে বালুকাটা অব্যাহত রাখলে জমির মালিকেরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। 

ইউএনও মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, বালুদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর এ উদ্যোগকে স্বাগত জানাই। উপজেলা প্রশাসনও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মাঝেমাঝেই অভিযান চালিয়ে জেল-জরিমানা করছে।