লৌহজংয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেত্রীকরণ শীর্ষক কর্মশালা
প্রকাশ : 2022-08-04 19:18:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়েব লৌহজংয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেত্রীকরণ শীর্ষক কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও মাইগ্রেশন প্রোগ্রামের কাউন্সেলর আনন্দ মোহন বর্মনের সঞ্চালনায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম প্রতিনিধি, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশ নেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ ভূঁইয়া, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর।
এ সময় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, ব্র্যাকের লৌহজং শাখার ব্যবস্থাপক মো. আলামিন, লৌহজং প্রেসক্লাবের আহবায়ক মিজানুর রহমান ঝিলু, সদস্য সচিব মো. মানিক মিয়া, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা অ্যাডভাইজারি কমিটির সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি প্রমুখ। এ ছাড়া কর্মশালায় ফেরত অভিবাসী ও প্রতারিত ব্যক্তিরা অভিজ্ঞতা বিনিময় করেন। ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত দুজন অভিবাসীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।