লৌহজংয়ে নবাগত ইউএনও'র সাথে ঐক্য পরিষদের মতবিনিময় 

প্রকাশ : 2023-10-02 11:41:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে নবাগত ইউএনও'র সাথে ঐক্য পরিষদের মতবিনিময় 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নবাগত উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সাথে  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং লৌহজং উপজেলা শাখা বাংলাদেশ যুব ঐক্য পরিষদের এক মতবিনিময়  সভা গতকাল (রবিবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যময় পরিবেশে তরুণ উপজেলা নির্বাহি কর্মকর্তা জনসেবা ও সকল উন্নয়নমুখী কর্মকান্ডে  সকলের সহযোগিতা কামনা করেন।  অসাম্প্রদায়িক বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ পরিচালনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সেই সাথে উপজেলা ঐক্য পরিষদ আসন্ন দুর্গা পূজা ও জাতীয় সংসদ নির্বাচন সহ কেন্দ্রীয় ঐক্য পরিষদের সিদ্ধান্ত সম্বলিত কাযবিবরনি নিয়ে আলোচনা করেন। সভায় উপজেলা ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।