লৌহজংয়ে দুই শিশু শিক্ষার্থীর মুজিবকোট ফেরত নিয়ে অভিভাবকদের ক্ষোভ 

প্রকাশ : 2023-08-23 10:05:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে দুই শিশু শিক্ষার্থীর মুজিবকোট ফেরত নিয়ে অভিভাবকদের ক্ষোভ 

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মুজিবকোট পরে অংশগ্রহণ না করায় বিদ্বেষমূলকভাবে দুই শিশু শিক্ষার্থীর মুজিবকোট ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে লৌহজং উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা পারভীনের বিরুদ্ধে। অন্য শিক্ষার্থীদের মুজিবকোট ফেরত না নিয়ে শুধু দুজন শিক্ষার্থীর মুজিবকোট ফেরত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দুই শিক্ষার্থীর অভিভাবকেরা। 
     
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপজেলার আশপাশের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে বেশকিছু শিক্ষার্থীকে মুজিবকোট পরে উপজেলা পরিষদে যেতে নির্দেশ দেয় মাধ্যমিক শিক্ষা অফিস। এই নির্দেশনানুসারে বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থীকে বাছাই করে মুজিবকোট পরে যেতে বলা হয়। ওইদিন পাঁচজনের মধ্যে তিনজন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত হয়। কিন্তু তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়নবাসি মল্লিক ও আদিত্য শীল উপস্থিত হতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন ১৬ আগস্ট দুই শিক্ষার্থীকে তলব করে মুজিবকোট ফেরত নেন প্রধান শিক্ষক রোকসানা। 
     
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী অয়নবাসি মল্লিকের বাবা শঙ্কর মল্লিক ও আদিত্য শীলের মা রীতা শীল। শঙ্কর মল্লিক বলেন, ১৫ আগস্ট আমার ছেলের জ্বর থাকায় ওকে অনুষ্ঠানে পাঠাইনি। তিনি আরও বলেন, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এ মুজিবকোট উপজেলা আওয়ামী লীগ থেকে উপহার দেওয়া হয়েছে। কাজেই এ মুজিবকোট প্রধান শিক্ষকের ফেরত নেওয়ার এখতিয়ার নেই। আদিত্য শীলের মা রীতা শীল বলেন, ওইদিন আমি নিজেই অসুস্থ ছিলাম। তাই ছেলেকে পাঠাইনি। 
     
মুজিবকোট পরে অনুষ্ঠানে উপস্থিত হওয়া তৃতীয় শ্রেণির তিন শিক্ষার্থী জ্যোতির্ময় চ্যাটার্জি, রূপঙ্কর ও বাঁধন বৈদ্যর সাথে কথা হয়। তারা পরবর্তীতে মুজিবকোট বিদ্যালয়ে জমা দেয়নি স্বীকার করে। মঙ্গলবার একই শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান মুসার মা মমতাজ বেগম জানান, তার ছেলের মুজিবকোট এখনও জমা দেননি। এমনকি বিদ্যালয় থেকে জমা দেওয়ার জন্য বলা হয়নি। 
     
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রোকসানা পারভীন জানান, দুই শিক্ষার্থীর মুজিবকোট ফেরত নেওয়া হয়নি, বিদ্যালয়ে জমা রেখেছি। বাচ্চারা বাড়িতে ময়লা লাগিয়ে নষ্ট করে ফেলে, তাই বিদ্যালয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি। দুজন বাদে অন্য শিক্ষার্থীদের মুজিবকোট জমা নেওয়া হয়নি কেন- এর উত্তরে তিনি বলেন, বাকিদের আজকের মধ্যে জমা দিতে বলেছি।
     
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার জানান, চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে মুজিবকোট উপহার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে মুজিবকোট উপহার দেওয়া হয়।
     
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাদ্দিন বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে জানাতে পারব।      ইউএনও মো. আবদুল আউয়াল বলেন, ১৫ আগস্ট মুজিবকোট পরে শিশু শিক্ষার্থীদের উপজেলা পরিষদে উপস্থিত হওয়া বাধ্যতামূলক ছিল না। কেন মুজিবকোট ফেরত নেওয়া হলো খোঁজ নেওয়া হবে।