লৌহজংয়ে দীপাবলিতে মন্দিরে মন্দিরে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

প্রকাশ : 2021-11-04 18:47:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে দীপাবলিতে মন্দিরে মন্দিরে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

শারদীয়া দূর্গা পূজায় দেশের বিভিন্ন স্হানে প্রতিমা ভাংচুর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ী ভাংচুর লুট ও অগ্নি সংযোগের প্রতিবাদে  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ  খৃষ্টান  ঐক্য পরিষদের  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ লৌহজংয়ের বিভিন্ন মন্দিরে মন্দিরে ভক্তবৃন্দ মুখে কালো কাপড় বেঁধে সন্ধ্যা ৬ টা,১৫ হতে আধাঘণ্টার প্রতিবাদ জানায়। 

 লৌহজং কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট, ভারত ফকির আশ্রম, বেজগাঁও কালী বাড়ী, কনকসার কালী মন্দির হলদিয়া কালী বাড়ীসহ বিভিন্ন স্হানে অনাড়ম্বর  ভাবে এবার শ্যমা পূজার আয়োজন করা হয়েছে। দীপাবলিতে এবার কোন বাড়তি আলোক স্বজা হতে বিরত রয়েছে মন্দির কমিটি গুলো। 

এ ছাড়া ভারত ফকির সেবাশ্রমে প্রতিবাদ কর্মসূচী তে অংশগ্রহণ ভারত ফকির সেবাআশ্রমের সভাপতি বাবু বীরেন্দ চন্দ্র পাল সাধারন সম্পাদক বাবু নিতাই দাস সদস্য গোবিন্দ সরকার হাপন দাস ডাঃ রণজিৎ চক্রবতি বলরাম দাস গোবিন্দ দাস রতন দাস কাজল সাহা গোপিনাথ দাস সহ পূজা উদযাপন পরিষদ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ শশ্বান কমিটি ও সনাতন ধর্মের লোকজন।