লৌহজংয়ে ড্রিমস বিক্রমপুর লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ : 2021-10-01 18:59:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ড্রিমস বিক্রমপুর লিমিটেড এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান লৌহজং উপজেলার নওপাড়া বাজারের জাঙ্গালিয়া এলাকায় প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
ড্রিমস বিক্রমপুর লিমিটেড এর চেয়ারম্যান মো. মিরাজ হোসেনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক অবাকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বৌলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান বেপারী, বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, লৌহজং সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যাক্ষ মো. শহীদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম হাওলাদার, মাওলানা ওবায়দুল হক, মো. দেলোয়ার হোসেন বেপারী, হাজী আব্দুল খালেক মোল্ল, মো. মোজাফ্ফর কাজী, মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, কারী মো. সোলাইমান প্রমুখ।