লৌহজংয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

প্রকাশ : 2025-03-14 08:24:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

আসন্ন ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. বাহার, লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু, মেডিকেল টেকনোজিস্ট (ইপিআই) মো. রফিকুল ইসলাম প্রমুখ। ডা. ফাহমিদা লস্কর জানান, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল একটি এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, উপজেলায় এবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা হচ্ছে ৬-১১ মাস বয়সী শিশু ৩,৫১২ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ১৮,৪৭৩ জন। এসব শিশুদের স্থায়ী টিকাদান কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ২২৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি এ ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।