লৌহজংয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
প্রকাশ : 2023-06-07 16:03:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাতয়নে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান জুলকার নাইন।
সহকারী স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, গাওদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু শিকদার, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পুষ্টি কমিটির সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।