লৌহজংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

প্রকাশ : 2025-10-22 21:32:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি- প্রতিপাদ্য ধারণ করে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) লৌহজং উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলার মালির অংক বাজার মোড়ে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। নিসচা'র লৌহজং উপজেলা শাখার সভাপতি মো. কাইউম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। র‍্যালি ও সমাবেশে পথচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।