লৌহজংয়ে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
প্রকাশ : 2023-08-29 13:19:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদ্রাসা ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে বেলায়েত হোসেন নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাকে আটক করে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের মামলা নেওয়া হয়।ভুক্তভোগী ছাত্র জানায়, উপজেলার কনকসার ইউনিয়নের দারুল উলুম সিংহের হাটি কওমি মাদ্রাসার শিক্ষক বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করে আসছিল।
গত রমজানে ভর্তি হওয়ার পর হতে ওই শিক্ষক তার পাশেই রাতে ঘুমাত। এই সুযোগে শিক্ষক প্রায় রাতেই তাকে বলাৎকার করত। গত ১৩ আগস্ট ওই শিক্ষক তাকে আবারও বলাৎকার করার চেষ্টা করে। এ সময় সে বাধা দিলে শিক্ষক বটি দিয়ে গলা কাটার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে। পরের দিন সে বাড়ি চলে গেলে ওই শিক্ষক তাকে বাড়ি থেকে আবারও মাদ্রাসায় নিয়ে আসে। ঘটনা কাউকে বলেছে কিনা জানতে চায়। অন্য ছাত্ররা বিষয়টি বুঝতে পেরে তাকে বাজে মন্তব্য করত। এতে সে বিব্রত ও লজ্জাবোধ করে। এর পর পরীক্ষা শেষে মাদ্রাসা বন্ধের কারণে গত বৃহস্পতিবার সে বাড়ি চলে যায়।
রবিবার সন্ধ্যায় শিক্ষক নিজেই মাদ্রাসায় নিয়ে যেতে ছাত্রের দক্ষিণ মশদগাঁও গ্রামের বাড়িতে চলে যায়। এ সময় ওই ছাত্র যেতে না চাইলে শিক্ষক তাকে জোর করে নিয়ে যেতে চায়। পরে ছাত্র বিষয়টি তার বোনকে জানায়। এ সময় বোনের ডাকে আশেপাশের লোকজন জড়ো হয়ে শিক্ষক বেলায়েত হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে লৌহজং থানার ওসি খোন্দকার ঈমাম হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।