লৌহজংয়ে গাঁওদিয়ায় ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ
প্রকাশ : 2023-04-21 12:09:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে আজ ২১এপ্রিল শুক্রবার সকালে ব্যক্তি অর্থে ৬শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী মধ্যে ছিলো পোলার চাল, মুরগী,তেল, চিনি,লবন,সেমাই,গুড়া দুধ।
গাঁওদিয়া ইউনিয়নের মো.কাইয়ূম খান ও মো.মাসুদ খানের ব্যক্তিগত অর্থে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আজিজুল রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.সলিমূল্লাহ খান সেন্টু, গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি মো.আমিনুল খান, গাঁওদিয়া ইউপি সদস্য মো.তোবারক ঢালী, মো.শাহ আলম খান, এছাড়া গাঁওদিয়া আদর্শ ক্লাবের মো.শামীম, মো.জুয়েল, আমির হোসেন মাদবর, মো.মিদুদ প্রমুখ।