লৌহজংয়ে কলমা রামকৃষ্ণ আশ্রমের১১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

প্রকাশ : 2023-05-06 10:05:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে কলমা রামকৃষ্ণ আশ্রমের১১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

গতকাল শুক্রবার  মুন্সীগঞ্জের লৌহজংয়ে কলমা রামকৃষ্ণ আশ্রমের  ১১১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়। 

অনুষ্ঠানে ঢাকা নারায়ণগঞ্জ  মিশনের মহারাজগন, এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তিবর্গসহ  লৌহজং উপজেলা শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন। 

দিনব্যাপী অনুষ্ঠানে আলোচকগন  রামকৃষ্ণ পরমহংসদেব  সারদাদেবী ও স্বামী বিবেকান্দের জীবন পথ ও তাঁদের অসাম্প্রদায়িক  চিন্তা চেতনা নিয়ে আলোচনা করা হয়।  রামকৃষ্ণ পরমহংসদেবের মূল বানীই ছিলো যতমত তত পথ। তিনি সকল ধর্মকে সম্মান ও শ্রদ্ধা বোধ শিখিয়েছেন তাইতো স্বামী বিবেকান্দ বলেছিলেন 'নিজ ধর্মে আস্থা আর পরধর্মে শ্রদ্ধা’ থাকতে হবে।

কলমা রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক হিমাংশু বনিক সকলকে অনুষ্ঠানে যোগদান করায় কৃতজ্ঞতা জানান