লৌহজংয়ে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

প্রকাশ : 2025-12-06 17:53:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ধীৎপুর এলাকায় শনিবার দুপুরে মুন্সী সাদক আলী ঢালী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, সমাজসেবক মোখলেস আলম দপ্তরী।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন মুন্সী সাদক আলী ঢালী কমিউনিটি ক্লিনিকের সভাপতি এলজিইডির অতিরিক্ত প্রকৌশলী (অব.) ঢালী আব্দুল জলিল।