লৌহজংয়ে এক দফা বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন 

প্রকাশ : 2025-12-02 17:29:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে এক দফা বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন 

লৌহজংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী পদধারীরা তাঁদের ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকাল থেকে লৌহজং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। 

এ সময় আন্দোলনকারীরা বলেন, আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকাশক্তি।  রাজস্বখাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা (৫,৭১০ জন), পরিবার পরিকল্পনা পরিদর্শক (৪,৫০০ জন) ও পরিবার কল্যাণ সহকারী (২৩,৫০০ জন) পদধারীগণ জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য সেবা (সার্বক্ষণিক/সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা), সেবা প্রদান (গর্ভকালীন, নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা), কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে দায়িত্ব পালন, কমিউনিটি ক্লিনিকে সেবা দানসহ স্বাস্থ্য বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকি। আমাদের কার্যক্রমে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে, যা দেশে ও বহির্বিশ্বে প্রশংসা অর্জন করেছে। অতীব দুঃখের বিষয় যে, আমাদের চাকুরি রাজস্বখাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। বিধায় আমাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকুরীগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। উল্লেখ্য যে, নিয়োগ বিধি প্রণয়ন/সংশোধনের ফাইল অসম্পূর্ণ ও দীর্ঘসূত্রতায় অধিদপ্তর থেকে প্রশাসনিক মন্ত্রণালয় ও প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ হলেও কোয়েরীর নামে বছরের পর বছর ঘুরপাক খাচ্ছে। এভাবে কোয়েরী নামের জটিলতায় দীর্ঘ ২৬ বছর যাবৎ প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা কল্যাণ মাঠ কর্মচারী সমিতি লৌহজং উপজেলা শাখার সহসভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, কনকসার ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা রোকেয়া আক্তার ও মেদিনী মণ্ডল ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী পরিদর্শিকা তাহমিনা আক্তার। 

বক্তারা আরও জানান, গত ৩০ নভেম্বর তারিখের মধ্যে নিয়োগ বিধি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতির আল্টিমেটাম দেওয়া হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য তার কোনো কার্যকরী অগ্রগতি হয়নি। নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের জন্য নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হলো -(এক) মাসিক রিপোর্ট (অফলাইন ও অনলাইন) প্রদান বন্ধ, (দুই) ২ থেকে  ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি এবং স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান, (তিন) আসন্ন (০৬-১১ ডিসেম্বর ২০২৫) পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন, (চার) ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হলে আরও ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।