লৌহজংয়ে ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি
প্রকাশ : 2026-01-20 13:34:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের (সাতঘড়িয়া গ্রাম) সদস্য রুবেল আহমেদ রোমেল শেখ এর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
আজ (মঙ্গলবার) রাত আনুমানিক ২টার দিকে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় চোর আলমিরাতে রাখা পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত রোমেল আহমেদ জানান।
তিনি বলেন, রাত আনুমানিক ১-২ টার দিকে ঘরের বাইরে অবস্থিত ওয়াশরুমে যান। সেসময় হয়তো চোর ঘরে প্রবেশ করে। কারণ ঘরের প্রবেশদ্বার বা কোথাও কোন জায়গায় চোর প্রবেশ করার চিহ্ন পাওয়া যায়নি। এই চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
ইদানিং লৌহজংয়ে বেড়েছে চোরের উপদ্রব। কোনোভাবেই চোরদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। চোররা যেন চুরির অভয়ারণ্য হিসেবে বেছে নিয়েছে এই উপজেলাকে।
উল্লেখ্য, গতকাল বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মাসুদ খানের বাড়িতে চোরের দল গ্রীল ভেঙে চুরি করতে গিয়ে ব্যর্থ হয়। প্রতিদিন এই উপজেলায় একাধিক স্থানে চুরির ঘটনা ঘটছে। তবে এসব চুরি ঘটনা ঘটলেও চোর চক্রের বিরুদ্ধে প্রশাসন নিরব বলে এলাকাবাসী জানান।
এ প্রসঙ্গে সাতঘড়িয়া স্পুটনিক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল বলেন, আমাদের গ্রামসহ লৌহজং উপজেলার প্রতিটি গ্রামে প্রতিদিন চুরির ঘটনা ঘটছে। তবে আশ্চর্যের বিষয় এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের জোড়ালো কোন উদ্যোগ নেই। অনেকে এসব চুরির ঘটনা ঘটার পর প্রশাসনকে জানান না। তাদের বক্তব্য প্রশাসনকে জানিয়ে লাভ নেই। তারা কোন উদ্যোগ নেয় না।
এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কা/আ