লৌহজংয়ে ইউপি নির্বাচনে শেষ সময়ে মহিলা আওয়ামীলীগের প্রচার-প্রচারনা

প্রকাশ : 2022-06-10 19:33:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে ইউপি নির্বাচনে শেষ সময়ে মহিলা আওয়ামীলীগের প্রচার-প্রচারনা

লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন  জমে উঠেছে । আগামী ১৫জুন এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থীর পক্ষে লৌহজং উপজেলা লৌহজং উপজেলা মহিলা আওয়ামীলীগ তোড়জোড় দিয়ে মাঠে নেমেছে ভোট চাইতে ও গণসংযোগে।

 শুক্রবার উপজেলা মহিলা আওয়ামীলীগ ১ নং ওয়ার্ড থেকে শুরু করে ৪ নং ওয়ার্ড পর্যন্ত গণসংযোগ করেন। এর আগে বৃহস্পতিবার দুর্যোগপূর্ন আবহাওয়া ও ঝড় বৃষ্ঠিকে ওপেক্ষা করে তারা গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী হাজী মো. রফিকুল ইসলাম মোল্লার জন্য এলাকাবাসির কাছে ভোট প্রার্থনা করেন।

 স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইষমিন এমলির নিদের্শে তারা মার্কা পাওয়ার শুরু থেকে মাঠে রয়েছেন । নৌকার পক্ষে তারা শুরু থেকেই তাদের প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন। এই উপলক্ষে শুক্রবার তারা সকাল থেকে রাত অবদি চষে বেড়ান লৌহজ-তেউটিয়ার ৪টি ওয়ার্ড।

 এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক শামীমা খানম আভা, সদস্য সচিব সাহিদা আক্তার , সদস্য প্রভাষক ছালমা আক্তার, রীতা রানী চক্রবর্তী, ফাহমিদা আক্তার, আফরোজা আক্তার, আফরিন ফারজানা, নয়ন আক্তার, আয়শা হক, তাহমিনা আক্তার, সামসুনাহার প্রমুখ।