লৌহজংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ : 2022-03-09 07:32:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

"টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে প্রধান সড়কে স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলিসহ বিভিন্ন নারী সংগঠনের সদস্য, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও নারী নেত্রী রোখসানা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার এবং বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শামীমা খানম আভা, সদস্য সচিব শাহিদা আক্তার। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।